ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

তিন দিনেই জয় পেলো পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
তিন দিনেই জয় পেলো পাকিস্তান

হ্যামিল্টন: পাকিস্তান  ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই দিন হাতে রেখেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান।

পাকিস্তান:  ৩৬৭ ও ২১/০ (৩.৪ ওভার)

নিউজিল্যান্ড: ২৭৫ ও ১১০ (৩৮.৩ ওভার)

ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী

সিডন পার্কে স্বাগতিকদের জন্য তৃতীয় দিনটি ছিল চরম বিপর্যয়ের।

দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে উমর গুল, ওয়াহাব রিয়াজ ও আব্দুর রহমানের উইকেট শিকারের প্রতিযোগিতায় ১১০ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়া টিম সাউদি ১৭ রান করেন।

উমর গুল, ওয়াহাব রিয়াজ ও আব্দুর রহমান প্রত্যেকেই নেন তিনটি করে উইকেট।

এর আগে দিনের শুরুতে ২৩৫ রানের সঙ্গে আরো ১৩২ রান যোগ করে প্রথম ইনিংস শেষ করে পাকিস্তান। ৫০ রানে ব্যাট করতে নেমে ৬২তে আর্নেলের এলবিডব্লিউর ফাঁদে পড়েন মিসবাহ। অন্যদিকে ৭৪ রানে দিন শুরু করা আসাদ শফিকও ইনিংস বেশি দূর টেনে নিতে পারেননি। ৮৩ রানে তাকে থামিয়ে দেন টিম সাউদি।

সফরকারীদের লেজের ব্যাটসম্যানদের মধ্যে আদনান আকমল ৪৪ রান ও আব্দুর রহমান ২৮ রান করেন।  

৯৫ রানে চার উইকেট নেন ব্রেন্ট আর্নেল। এছাড়া ক্রিস মার্টিন ৮৬ রানে নেন তিন উইকেট।

ফলে মাত্র ১৯ রানের লক্ষ্যে আবারো ব্যাট করতে নামা পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয়। দুই উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর ১২ ও মোহাম্মদ হাফিজ করেন ৯ রান।

দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১২২০ ঘন্টা, ৯ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।