ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ক্যাসিয়াস সেরা গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
ক্যাসিয়াস সেরা গোলরক্ষক

জোহানেসবার্গ: স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে সেরা গোলরক্ষক হিসেবে ঘোষণা করেছে ফিফা।

রোববার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পরপরই ভোটাভুটিতে তাঁকে সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত করে সংস্থাটি।

ফলে গোল্ডেন গ্লাভস পুরস্কারে ভূষিত হলেন তিনি।

ম্যাচের গুরুত্বপূণ মুহূর্তে ডাচ খেলোয়াড় আরিয়েন রোবেনের বাড়িয়ে দেওয়া বল দারুণভাবে ঠেকিয়ে দেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

পুরো টুর্নামেন্টে সাতটি গোল হজম করতে হয়েছে ক্যাসিয়াসকে। কোয়ার্টার ফাইনালেও প্যারাগুয়ের বিপক্ষে একটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। ওই খেলায় ১-০ গোলের ব্যবধানে জিতে স্পেন।

বলতে হয় ফাইনালে তিনিই বাঁচিয়ে রেখেছিলেন স্পেনকে। নেদারল্যান্ডসের নিশ্চিত গোলের বল থামিয়েছেন একাধিকবার।  

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘন্টা, জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।