ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজশাহীতে ইন্টা: জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩

রাজশাহী: রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মেইন ড্র বালক এককের ১৫টি এবং বালিকা এককের ৯টি মোট ২৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।



বালক একক: বালক এককের চাইনিজ তাইপের ইয়াং লি ৬-২, ৬-২ সেটে বাংলাদেশের জুম্মন হোসেন জনিকে, ভারতের নিহিথ রাওয়াল ৬-২, ৬-০ সেটে বাংলাদেশের মাহিন রেজা খানকে, ভারতের সাইতেজাস ওমপুরি ৬-৪, ৬-১ সেটে লিথুনিয়ার সাওলিয়াস পাকসটিস, হংকং এর ওয়াল লিক এলান লি ৬-৩, ৩-৬, ৬-৪ সেটে চীনের রান তিয়া ফেং, ভারতের আদিত্য আনান্ত গোখলে ৬-১, ৬-২ সেটে কানাডার নাইলস মইসনকে, লিথুনিয়ার  মানুস পাকস্টিস ৬-২, ৬-৩ সেটে কানাডার মেন হবসকে,

বাংলাদেশের মামুন বেপারী ৬-৩, ৬-২ সেটে ভারতের ইউবরাজ রতনসকে, ফিলিপাইনের জেরম রমুআলদেজ ৬-০, ৬-১ সেটে বাংলাদেশের তাহমিদ রাকিব অতুলকে, মেক্সিকোর জন পাওল আভিলা ৬-০, ৬-১ সেটে বাংলাদেশের আসিক খানকে, চাইনিজ তাইপের চেং সান কুও ৬-৪,৭-৫ সেটে মালেশিয়ার জু জিয়াং জানকে, ভারতের রিচি আগারওয়াল ৬-১, ৬-৩ সেটে উজবেকিস্তানের মোহাম্মদ আব্দুররাহমাসভকে, চাইনিজ তাইপের টিন উ ওয়াং ৬-২, ৬-৩ সেটে বাংলাদেশের শরিফুল ইসলাম টিংকুকে, হংকংয়ের চিক ইন ইউয়ান ৬-৪, ৬-২ সেটে বাংলাদেশের দেলোয়ার হোসেনকে, ভারতের ক্রিষ্টিয়ান  কুমিংস ৬-৩, ৬-৩ সেটে বাংলাদেশের মোঃ কাওসার আলীকে পরাজিত করেছেন এবং থাইল্যান্ডের নিটাকেট ভিরাথামাসরন বাংলাদেশের সালমান সাদমানের কাছ থেক ওয়াক ওভার পেয়ে মেইন ড্র- এর দ্বিতীয় রাউন্ডে খেলার স্থান করে নিয়েছেন।

বালিকা একক: মিশরের নেন্সি ফাউজি ৬-২, ৬-০ সেটে উজবেকিস্তানের ক্রিস্টিনা টেন কে, বাংলাদেশের আফরানা ইসলাম  প্রিতী  ৭-৬ (৭-২),৭-৫ সেটে কিরঘিজস্থানের এলিনা লাজারেভা কে, ভারতের শ্রী সাই সিভানী ৬-১, ৬-২ সেটে বাংলাদেশের আয়েশা সুলতানাকে, ভারতের সিভানী মানজানা ৬-০, ৬-০ সেটে বাংলাদেশের তৌওফা আক্তার বর্নাকে, শ্রীলংকার রুকশিকা ওয়াইজুশুরিয়া ৬-৭, ৬-২, ৬-১ সেটে ভারতের নিকিতা ট্রিডালাকে, ভারতের অপেকশিতা আলকেশ ৩-০, (রিটায়ারমেন্ট) বাংলাদেশের মমিতা জান্নত মৌ কে, ভারতের এঞ্চেলা রামান ৬-০, ৬-০ সেটে বাংলাদেশের নাদিয়া ইসলামকে, ভারতের চৈতালী আদিনাথ নারদে ৬-৪, ৬-২ সেটে বাংলাদেশের পিংকি ব্যাপারীকে এবং চাইনিজ তাইপের ইয়াং লি ৬-০, ৬-১ সেটে বাংলাদেশের ঝিলিক চাকমাকে হারিয়ে মেইন ড্র- এর দ্বিতীয় রাউন্ডে খেলার স্থান করে নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় মেইন ড্র এর খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
এসএস/এমবি/এএইচএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।