ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

নির্ভুল জ্যোতিষী পল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
নির্ভুল জ্যোতিষী পল

ঢাকা: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নির্ভুল অনুমানের ক্ষেত্রে শতভাগ সফল ‘জ্যোতিষী’ অক্টোপাস পল। ফাইনালে পল বাজি ধরেছিলো স্পেনের পক্ষে।

মিথ্যা হয়নি তার অনুমান। নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে স্পেন।

বিশ্বকাপে জার্মানির সবগুলো ম্যাচেই সঠিক অনুমান করে আলোচনায় আসে অ্যাকুরিয়ামে রাখা এই সামুদ্রিক প্রাণীটি।   ভবিষ্যৎ বলায় তুখোড় পারদর্শীতার পরিচয় দেয়। বিশ্বকাপ নিয়ে যাই ভবিষ্যবাণী করেছে, ফলেছে হুবহু।

ইংল্যান্ড বংশো™ভূত এই জার্মান অমেরুদণ্ডী স্পেন-জার্মানির মধ্যকার সেমিফাইনাল নিয়ে জয় পরাজয়ের হিসেব কষে দিয়েছিলো। জয় দেখিয়েছিলো স্পেনের। তার গণনাই শেষ পর্যন্ত সত্যি হয়েছিলো।

আবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে রায় দিয়েছিলো জার্মানির পক্ষে। মাঠের ফলাফলেও তারই প্রতিফলিত হয়েছে।


বিশ্বকাপে আটটি ম্যাচের ভবিষ্যৎ বলেছিলো আট পা বিশিষ্ট এই জলজ প্রাণী। সবগুলোতেই তার জয় হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘন্টা, জুলাই ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।