ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: একদিনের ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোয় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের উদ্দেশে এ শুভেচ্ছা বার্তা দেন তিনি।



শেখ হাসিনা বলেন, টেস্ট ক্রিকেটের এই একটি দলকেই হারানো বাকি ছিলো। শনিবার সে সাফল্য পাওয়ায় ক্রীড়া অনুরাগী বাংলাদেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আশা করেন, ভবিষ্যতেও একই ভাবে দেশ ও জাতির জন্য সাফল্য বয়ে আনবে জাতীয় ক্রিকেট দল।

বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল এবং যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘন্টা, জুলাই ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।