ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন নাইজেরিয়া

আবুধাবি: মেক্সিকোকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল নাইজেরিয়া। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বপ্রতিদ্বন্দ্বিতার ১৫তম আসরের ফাইনালে শুক্রবার ৩-০ গোলে জিতেছে আফ্রিকার দেশটি।



শুরুতেই নিজেদের জালে বল জড়ান মেক্সিকোর এরিক আগুইরে। দ্বিতীয়ার্ধের মাঝের দিকে ব্যবধান দ্বিগুণ করেন কেলেচি ইহিয়ানাচো। এশিয়ার মাটিতে চতুর্থ শিরোপা জিততে গতবারের চ্যাম্পিয়নদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন মুসা মুহাম্মেদ।

কনকাকাফ ও বিশ্ব চ্যাম্পিয়নদের হটিয়ে রেকর্ড চতুর্থবার বিশ্বসেরার মুকুট পরল নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ দল। এর আগে ১৯৮৫, ১৯৯৩ ও ২০০৭ সালে শিরোপা জিতেছিল তারা। এতদিন সবচেয়ে বেশি শিরোপা জেতায় ব্রাজিলের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল নাইজেরিয়া। এবার এককভাবে সেরা হলো তারা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১৩
এফএইচএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad