ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডানের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডানের জয়

ঢাকা: প্রিমিয়ার লিগের ষষ্ঠ পর্বের খেলায় মঙ্গলবার সহজ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। কুয়াশা বিঘ্নিত দিনের সবগুলো ম্যাচেই কার্টেল ওভারে হয়।

এতে আবাহানী ৬৭ রানে ভিক্টোরিয়া স্পোর্টিংকে, মোহামেডান ৬৬ রানে ওল্ড ডিওএইচএসএসকে এবং ক্রিকেট কোচিং কাব ৯ রানে হারায় বিমান বাংলাদেশকে।

বিকেএসপিতে নির্ধারিত ৪৬ ওভারে মাহমুদুল্লাহর ৮৮ রানের সুবাদে আবাহনী নয় উইকেটে তুলে ২১৮ রান।

১৬ রানে দুই উইকেট নেন আরস্লান মীর।

জবাবে শুরুটা ভালোই করেছিলো ভিক্টোরিয়া। উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলার পর বোলাররা ঝলসে ওঠায় ৩৮.২ ওভারে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

ম্ইাশিকুর রহমান ৪৭ ও ফজলে রাব্বি ৩৯ রান করেন।

৩৩ রানে তিনটি উইকেট নেন মোহাম্মদ রফিক। এছাড়া দুটি করে উইকেট নেন মাহমুদুল্লাহ ও সাকলায়েন সজিব।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মইন আলীর ১১৩ ও অধিনায়ক সাকিব আল হাসানের ৫৯ রানে ৪৪ ওভারে ২৭৯ রানে বড় ইনিংস গড়ে মোহামেডান, আট উইকেটে।

ফরহাদ রেজা ও শফিউল আলম প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মুকতার আলী ও নূর হোসেনের বোলিংয়ে তিন বল বাকি থাকতেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএসএস।

আফতাব আহমেদ সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া নুরুল হাসান করেন ৪১ রান।

মুকতার ৪০ রানে চার উইকেট নেন। ৪৫ রান খরচায় তিনটি উইকেট নেন নূর হোসেন।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বিমান ও ক্রিকেট কোচিংয়ের খেলায় ছিলো বোলারদের আধিপত্য। কোনো দলই নির্ধারিত ওভারের (৪৩) খেলা শেষ করতে পারেনি।
 
আগে ব্যাট করে শাহবাজ বাটের ২৮ রানের সুবাদে ক্রিকেট কোচিং স্কুল ৩১.৩ ওভারে অল-আউট হয় ১২০ রান তুলে।
 
ইলিয়াস সানি ও মোশাররফ হোসেন প্রত্যেকেই তুলে নেন চারটি করে উইকেট। এছাড়া মনোয়ার হোসেন পান দুই উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বিশ্বনাথ হালদারের মারাত্বক বোলিংয়ে লক্ষ্য থেকে নয় রান দূরে থাকতেই সবকটি উইকেট হারায় (৩৭.১ ওভারে) ক্রিকেট কোচিং। শাহরুল ইসলাম সর্বোচ্চ ২৭ রান করেন।

বিশ্বনাথ ২০ রানে নেন পাঁচ উইকেট। এছাড়া ওয়াকাস আহমেদ পান দুই উইকেট।

্বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, ৪ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।