ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

অবসর নিলেন গ্রান্ড ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
অবসর নিলেন গ্রান্ড ফ্লাওয়ার

হারারে: আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবেই বিদায় বলে দিলেন জিম্বাবুয়ান ব্যাটসম্যান গ্রান্ড ফ্লাওয়ার।  

মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ফ্লাওয়ার জানান, দলের ব্যাটিং কোচের দায়িত্বে আরো নজর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।



২০০৪ সালে প্রথম আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন জিম্বাবুয়ের সাবেক এই ব্যাটসম্যান। কিন্তু ২০০৯ সালে আবারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেন ৪০ বছর বয়সী ফ্লাওয়ার।

১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ফ্লাওয়ারের ক্যারিয়ার সেরা ২০১ রানের সুবাদে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিলো জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘন্টা, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।