ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

দ্বিতীয় দিনটাও ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
দ্বিতীয় দিনটাও ইংল্যান্ডের

সিডনি: সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার ২৮০ রানের জবাবে মঙ্গলবার প্রথম ইনিংসে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৭। পিছিয়ে ১১৩ রানে।

অ্যালিস্টার কুক ৬১ ও নাইটওয়াচম্যান জেমস অ্যান্ডারসন ১ রানে অপরাজিত থেকে শেষ করেন দ্বিতীয় দিনের খেলা।

অস্ট্র্রেলিয়া: প্রথম ইনিংস: ২৮০
ইংল্যান্ড: প্রথম ইনিংস: ১৬৭/৩ (৪৮ ওভার)

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করেন দুই ইংলিশ ওপেনার। বেন হিলফেনহসের বলে অ্যান্ড্রু স্ট্রাউস (৬০) সরাসরি বোল্ড হলে জুটি ভাঙ্গে। দলের রান তখন ৯৮।

স্ট্রাউস বিদায় নিলে রানের চাকা সচল রাখেন অ্যালিস্টার কুক। পরে অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করেন কুক। অবশ্য মাঝে দুটি উইকেট হারায় ইংল্যান্ড।

জোনাথন ট্রটকে শূন্য ও কেভিন পিটারসেনকে (৩৬) সাজঘরে ফেরান মিচেল জনসন।

প্রথম ইনিংসে ২৮০ রানে অল-আউট হয় অস্ট্রেলিয়া।

পাঁচ টেস্টের সিরিজে ২-১ এ এগিয়ে ইংল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, জানুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।