ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সিদ্দিকুরের পাশে সোহেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
সিদ্দিকুরের পাশে সোহেল

ঢাকা: বিটিআই প্রফেশনাল গলফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পর্বের খেলা শেষে পারের চেয়ে আট স্ট্রোক কম খেলে যুগ্মভাবে শীর্ষে আছেন সিদ্দিকুর রহমান ও শাখাওয়াত হোসেন সোহেল।  

সোমবার কুর্মিটোলা গলফ কাবে সোহেল পারের চেয়ে তিন স্ট্রোক কম খেলে দ্বিতীয় পর্বের খেলা শেষ করেন।

এই পর্বে সিদ্দিকুর রহমান খেলেন পারের চেয়ে দুই শট কম। ফলে দুই রাউন্ড মিলিয়ে উভয়েই পারের চেয়ে আট পয়েন্ট কম নিয়ে যুগ্মভাগে শীর্ষে আছেন।

এদিকে আগের দিনে পারের চেয়ে তিন শটে প্রথম পর্ব শেষ করা আব্দুল কাদির ও জামাল হোসেন দ্বিতীয় পর্বে ভালো করতে পারেননি। পারের চেয়ে পাঁচ শট বেশি নিয়ে সেরা পাঁচে রয়েছেন জামাল হোসেন।

তবে সেরা পাঁচে উঠে এসেছেন লিটন হাওলাদার। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুই স্ট্রোক বেশি খেলেছেন। অপরদিকে অবস্থান ধরে রেখেছেন জিয়া। আগের দিনের মতো রোববারও এক স্ট্রোক বেশি নিয়ে দ্বিতীয় পর্বেও খেলা শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘন্টা, ৩ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।