ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রথম দিনে ছড়ি ঘুরালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
প্রথম দিনে ছড়ি ঘুরালো ইংল্যান্ড

সিডনি: অ্যাসেজ সিরিজে পঞ্চম ও শেষ টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩৪ রান। ১২ রানে ক্রিজে আছেন মাইকেল হাসি।



অস্ট্রেলিয়া ইনিংস: ১৩৪/৪ (৫৯ ওভার)

সোমবার সিডনি ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক। শেন ওয়াটসন (৪৫) ও ফিলিপ হিউজের (৩১) উদ্বোধনী জুটিটা একেবারে খারাপ হয়নি। দলীয় ইনিংসে ৫৫ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।

ক্রিস ট্রিমলেটের বলে হিউজের বিদায়ের পর ওয়াটসনের সঙ্গে জুটি গড়ে দলকে ১০৫ রানে পৌঁছে দেন টেস্টে অভিষেক করা উসমান খাজা।

ওয়াটসনকে আউট করে টিম ব্রেসনান এ জুটিতে ভাঙন ধরালে উইকেটে আসেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি খাজাকে। ব্যক্তিগত চার রানেই ক্লার্ককে অ্যান্ডারসনের ক্যাচে পরিণত করেন ব্রেসনান।

এরপর খাজাও বেশিক্ষণ ক্রিজ থাকতে পারেননি। ব্যক্তিগত ৩৭ রানে গ্রায়েম সোয়ানের বলে জোনাথান ট্রটের হাতে ক্যাচ তুলে বিদায় নেন পাকিস্তানি বংশোদ্ভূত খাজা।

সিরিজে ২-১ এ এগিয়ে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘন্টা, জানুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad