ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বিদায় নিলেন কৃতি অ্যাথলেট লুৎফুন্নেছা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
বিদায় নিলেন কৃতি অ্যাথলেট লুৎফুন্নেছা

ঢাকা: জাতীয় ক্রীড়া পুরস্কার প্রান্ত কৃতি অ্যাথলেট লুৎফুন্নেছা হক বকুল আর নেই। বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন) পাকিস্তান অলিম্পিক অ্যাথলেটিকসে স্বর্ণপদক বিজয়ী এই অ্যাথলেট।

ক্রীড়াবিদ ছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। অ্যাথলেটিকস ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ বধির ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রীর পদে ছিলেন। ১৯৯৭ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। পৃথক বার্তায় তার জন্য আলাদা শোকবার্তা দিয়েছে ফুটবল ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন ও হ্যান্ডবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়াসংস্থা ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, ২ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।