ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ওয়াকার-আফ্রিদিকেও আইসিসির তলব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
ওয়াকার-আফ্রিদিকেও আইসিসির তলব

করাচি: স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত তিন পাক ক্রিকেটারের খবর সবারই জানা। অবশ্য এবার নতুন খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোচ ওয়াকার ইউনুস ও ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকেও তলব করেছে আন্তর্জান্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে,“কোচ ও অধিনায়ক উভয়কেই আইসিসি’র ট্রাইব্যুনালে হাজির হতে হবে। নিজেদের সুবিধা মতো তারা সশরীরে বা টেলিকনফারেন্সের মাধ্যমেও শুনানিতে অংশ নিতে পারবেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে এটা তাদের করতে হবে। ”

৬ থেকে ১১ জানুয়ারি দোহায় অনুষ্ঠেয় এই শুনানির মধ্যদিয়ে ভাগ্য নির্ধারিত হবে মোহাম্মদ আমের, মোহাম্মদ আসিফ ও সালমান বাটের। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে তাদেরকে নিষিদ্ধ করেছে আইসিসি।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, জানুয়ারি ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।