ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সিজেকেএস-আরবান আমেরিকান টি-২০ ক্রিকেট বুধবার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ৪, ২০১২

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমির অংশগ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে সিজেকেএস-আরবান আমেরিকান অনুর্ধ্ব-১৮ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা-সিজেকেএস প্রথমবারের মতো টি-২০ এ ক্রিকেটের আয়োজন করছে।

এম এ আজিজ স্টেডিয়ামে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ও বাংলাদেশ বয়েজ ক্লাব ক্রিকেট একাডেমির লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট।

বুধবার টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন স্পন্সর আরবান আমেরিকান ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক আলমগীর শামীম।

৪ জুন সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে এসব তথ্য জানান আহ্বায়ক আলী আব্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে ১৬টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে প্রথম পর্যায়ে। পরে গ্রুপের শীর্ষ ৪ দল খেলবে সেমি ফাইনাল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২০,০০০ টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দল পাবে ১৫,০০০ টাকা প্রাইজমানি।

বর্তমান ক্রিকেট বিশ্বে টি-২০ ক্রিকেটের উন্মাদনার কারণে চট্টগ্রামের দর্শকদের মধ্যে ক্রিকেট ছড়িয়ে দিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে বলে জানান সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান আরবান আমেরিকান ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড দিচ্ছে ২,৫০,০০০ টাকা।

প্রতিষ্ঠানের কর্মকর্তা এম এইচ কবীর শাহীন জানান, ৪ বছর এই টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে তার প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে।
   
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জুন ০৪, ২০১২
এমইউ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।