ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজিন সালেহ এক ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
রাজিন সালেহ এক ম্যাচ নিষিদ্ধ

ঢাকা: খেলার মাঠে উশৃঙ্খল এবং অশোভন আচরণের দায়ে এক ম্যাচ করে নিষিদ্ধ হলেন ঢাকা প্রিমিয়ার লিগের দুই ক্রিকেটার রাজিন সালেহ ও আসিফ হোসেন।

শুক্রবার রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওরিয়েন্ট কাবের পাকিস্তানী ক্রিকেটার আসিফ হোসেনের গলা চেপে ধরেন সূর্যতরুণের রাজিন সালেহ।



আগে ব্যাটিং করছিলো ওরিয়েন্ট। খেলার নবম ওভারে কথা চালাচালি নিয়ে একপর্যায়ে নিজেকে সামলে রাখতে পারেননি রাজিন। মাঠে উশৃঙ্খল হওয়ার খেসারতও দিতে হচ্ছে এই দুই ক্রিকেটারকে। সিসিডিএম এর শৃঙ্খলা কমিটি এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে অভিযুক্ত দুজনকে।

এদিকে জাতীয় দলের বোলার আব্দুর রাজ্জাককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে শৃঙ্খলা কমিটি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘন্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।