ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

চট্টগ্রাম সাজছে বিশ্বকাপের সাজে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
চট্টগ্রাম সাজছে বিশ্বকাপের সাজে

ঢাকা: আর মাত্র ৪৮ দিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সহ-আয়োজক বাংলাদেশও বিশ্বকাপের সাজে নতুন রূপে সাজছে।

চট্টগ্রামের মানুষকে সিটি কর্পোরেশন থেকে আহবান করা হয়েছে সবার বাড়ি ঘর, দোকান পাট নতুন করে রাঙ্গিয়ে তুলতে।

বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি এবং একটি প্রস্তুতি ম্যাচ হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সে উপলক্ষ্যে বিমানবন্দর থেকে শহরের ভেতরে মূল সড়কের পাশের বাড়িঘর ও দোকানগুলোকে নতুন করে রং করতে অনুরোধ জানিয়েছে সিটি কর্পোারেশন।

শনিবার পত্রিকায় এক বিজ্ঞাপনে কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়,“বিশ্বকাপের সময় যেসব ক্রিকেটার, কর্মকর্তা এবং গণ্যমান্য অতিথিরা আসবেন তাদের সামনে আমাদের শহরটিকে সুন্দর করে উপস্থাপন করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ”

বি গ্রুপের খেলায় ১১ মার্চ চট্টগ্রামে স্বাগতিকরা ইংল্যান্ডের মুখোমুখি হবে। একই ভেন্যুতে তিনদিন পর লাল-সবুজরা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘন্টা, জানুয়ারি ১, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।