ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রিমিয়ার ক্রিকেটে বিকেএসপি ও ভিক্টোরিয়ার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
প্রিমিয়ার ক্রিকেটে বিকেএসপি ও ভিক্টোরিয়ার জয়

ঢাকা: প্রিমিয়ার ক্রিকেটে জয় পেয়েছে বিকেএসপি, প্রাইম দোলেশ্বর ও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেএসপি ২৮ রানে প্রাইম দোলেশ্বরকে, ভিক্টোরিয়া ৮ রানে কলাবাগান ক্রীড়া চক্রকে এবং সূর্যতরুণ দুই উইকেটে হারায় ওরিয়েন্ট স্পোর্টিংকে।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে আসিফ আহমেদের অপরাজিত ৮৫ ও আশিকুল ইসলামের ৭১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৭৬ রান তোলে বিকেএসপি।

দোলেশ্বরের পক্ষে নাজমুল হাসান অপু ৫৩ রানে তিন উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে জাকারিয়া মাসুদ ও আসিফ আহমেদের বোলিংয়ে চার বল বাকি থাকতে গুটিয়ে যায় দোলেশ্বর।

উত্তম সরকার সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া মোহাম্মদ জাহিদের ব্যাট থেকে আসে ৫০ রান।

জাকারিয়া ৩৬ ও আসিফ ৫৪ রানে তিনটি করে উইকেট দখল করেন।

এদিকে বিকেএসপিতে মমিনুল হকের ১০০ ও ফাহমিদুলের ৫২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২১৬ রান তোলে ভিক্টোরিয়া স্পোর্টিং।
 
মোহাম্মদ শরীফ ৪৫ রানে চারটি এবং  আরাফাত সানি ৪০ রানে নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে কামরুল হাসান রাব্বি ও মনির হোসেনের বোলিং তোপে জয় থেকে আট রান দূরে থাকতে গুটিয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্রের ইনিংস। ৪৯.১ ওভারে তারা করে ২০৮ রান ।

সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান। এছাড়া নাজমুস সাদাত ৩১ ও মাহবুবুল করিম করেন ৩০ রান।

রাব্বি ৪১ রানে  ও মনির ৩৭ রানে তিনটি করে উইকেট নেন।

রাজশাহীতে আগে ব্যাট করে ওরিয়েন্ট স্পোর্টিং  আসিফ হোসেনের ১৩৪ রান (অপ:) ও রবিউল ইসলামের ব্যাটে (৫৯ রান) নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে করে ২৫২ রান।

রিজওয়ান কোরেশি ৬৭ রানে নেন তিন উইকেট। এছাড়া দেবেন্দ্র সিং দুই উইকেট পান।

জবাবে ইমতিয়াজ হোসেন ও ধীমান ঘোষের ব্যাটিংয়ে সাত বল বাকি থাকতেই জয় তুলে নেয় সূর্যতরুণ।

ইমতিয়াজ করেন ৫৬ রান। এছাড়া ৩৯ রান করেন ধীমান ।

বোলারদের পক্ষে আশরাফুল হক, রবিউল ইসলাম ও আবু জায়েদ রাহি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘন্টা. ৩১ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।