ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইন্দোনেশিয়ায় বিশ্বকাপ নিয়ে সংঘর্ষে নিহত ১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১০

এম্বোন: বিশ্বকাপ নিয়ে ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপের দুই দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মালুকুর দ্বীপের দুই দল গ্রামবাসীর মধ্যে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বাড়িতে অগ্নি সংযোগও করা হয়। তবে এটা স্পষ্ট নয় কোন দলের সথর্মকরা এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া নিহত ব্যক্তিই বা কোন দলকে সমর্থন করতেন সে ব্যাপারেও কিছু জানায়নি পুলিশ।

স্থানীয় একটি রেডিওকে দ্বীপটির পুলিশ প্রধান তোতয় ইন্দ্রা জানান,“বিশ্বকাপে কোন দলের সমর্থকদের জয় উদযাপন করাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয়েছে। ” তিনি বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া সহিংসা রোধে প্রস্তুত আছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘন্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।