ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আমাকে দোষ দেবেন না: দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১০
আমাকে দোষ দেবেন না: দুঙ্গা

ব্রাসিলিয়া: ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য সবদোষ তার ঘাড়ে না চাপাতে সতর্ক করেছেন ব্রাজিলের বরখাস্তকৃত কোচ কার্লোস দুঙ্গা। পাঁচবারের চ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়।



ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য এই কোচ জোর দিয়েই বলেন,তাঁর শিষ্যরা দেশকে ষষ্ঠ শিরোপা এনে দিতে তাঁদের সাধ্যমতোই খেলেছে।

ও এস্তাদো ডি সাও পাওলো সংবাদপত্রকে এক সাক্ষাৎকারে দুঙ্গা বলেন,‘‘আমার দর্শন পরিষ্কার। আমি জিততে চেয়েছি। কিন্তু চাইলেই সেটা সবসময়ে পাওয়া যায় না। আমি আর কি বলতে পারি?’’

তিনি আরো বলেন,‘‘আমার খেলোয়াড়রা তাঁদের সেরাটাই খেলেছে। তাঁদের সমালোচনা করার মতো কিছু পাইনি। আমরা নিজেদের সবটুকু দিয়েই চেষ্টা করেছি। ’’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়ার পর চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষ আটে জায়গা করে নেয় ব্রাজিল। কিন্তু সেখানে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়।

বলাদেশ সময়: ১৯৪৭ ঘন্টা, জুলাই ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।