ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ঢাকায় ৯টি এবং চট্টগ্রামে ৫টি শাখায় বিশ্বকাপের টিকিট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
ঢাকায় ৯টি এবং চট্টগ্রামে ৫টি শাখায় বিশ্বকাপের টিকিট

ঢাকা: সিটি ব্যাংক থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি খবরটি অনেকেরই জানা। তবে ব্যাংকের কোন কোন শাখায় টিকিট পাওয়া যাবে সেটি একেবারেই সতেজ।

 

ক্রিকেট বোর্ডের টিকিট এন্ড সিটিং কমিটির চেয়ারম্যান জিএস হাসান তামিম মঙ্গলবার সাংবাদিকদের জানান, ঢাকায় সিটি ব্যাংকের নয়টি শাখা থেকে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। মিরপুর এক নম্বর, উত্তরা, বনানী, মৌচাক, কারওয়ান বাজার, ধানমন্ডি, নিউমার্কেট, বঙ্গবন্ধু এভিনিউ ও ইসলামপুর রোড শাখা থেকে আগামী ১ জানুয়ারি টিকিট পাওয়া যাবে।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর পাঁচটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। সিটি ব্যাংকের শাখাগুলো হলো: ও.আর নিজাম রোড, পাহাড়তলি, জুবলি রোড, চকবাজার এবং আন্দরকিল্লা শাখা।

জেলা শহরে একটি করে শখা থেকে টিকিট বিক্রি হবে। প্রতি জেলায় দেওয়া হবে ১০৮টি করে টিকিট।

অবশ্য প্রয়োজন হলে ঢাকা এবং চট্টগ্রামে ব্যাংকের শাখা বাড়ানো হতে পারে বলে জানান, জিএস হাসান তামিম।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।