ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

টানা জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
টানা জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের

হ্যামিল্টন: পাকিস্তানকে টানা দুই ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের দখল নেয় নিউজিল্যান্ড। মঙ্গলবার কিউইরা ৩৯ রানে সফরকারিদের হারিয়ে একম্যাচ আগে এই কৃতিত্ব দেখায়।

নিউজিল্যান্ড: ১৮৫/৭ (২০ ওভার)
পাকিস্তান: ১৪৬/৯ (২০ ওভার)
ফল: নিউজিল্যান্ড ৩৯ রানে জয়ী

সিডন পার্কে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালো হয়নি ব্ল্যাক ক্যাপসদের। ওভারের প্রথম বলে আব্দুল রাজ্জাকের বলে ক্যাচ আউট হন ওপেনার জেসি রাইডার (০)।

অবশ্য পরের ব্যাটসম্যানদের ব্যাটিং নৈপুণ্যে বড় স্কোর গড়তে অসুবিধা হয়নি স্বাগতিকদের। মার্টিন গুপটিল ৪৪, জেমস ফ্রাঙ্কলিন ৪০, স্কট স্টাইরিস ৩৪ ও রস টেলরের হার না মানা ৩০ রানের কল্যাণে সাত উইকেটে ১৮৫ রান তুলে কিউইরা।

৩৫ রান খরচায় তিনটি উইকেট নেন সাঈদ আজমল। এছাড়া একটি করে উইকেট নেন আব্দুল রাজ্জাক, শোয়েব আখতার, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ্য হয় পাকিস্তান। ওপেনার মোহাম্মদ হাফেজ করেন সর্বোচ্চ ৪৬ রান ।

১৬ রান দিয়ে চারটি উইকেট নেন নাথান ম্যাককালাম। এছাড়া দুটি উইকেট পান টিম সাউদি।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন নাথান ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad