ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

টেস্টে দু’শ ক্যাচ নিয়ে সেরা দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
টেস্টে দু’শ ক্যাচ নিয়ে সেরা দ্রাবিড়

ডারবান: টেস্টে সর্বাধিক দু’শ ক্যাচ নেওয়ার প্রথম কীর্তি গড়লেন ভারতের রাহুল দ্রাবিড়। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডেল স্টেইনের ক্যাচটি তালুবন্ধী করার মধ্যদিয়ে এই রেকর্ড করেন ‘ব্যাটিং ওয়াল’।

হরভজনের বল, স্লীপে চাতক পাখির মতো দাঁড়িয়ে রাহুল দ্রাবিড়। ডেল স্টেইনের ব্যাট ছুঁয়ে বল চলে যাচ্ছিল দ্রাবিড়কে ফাঁকি দিয়ে। কিন্তু অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন। এর আগেও হরভজন ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের বলে স্লীপে ক্যাচ নিয়েছেন। অবশ্য এবার ক্যাচ নিয়ে গড়লেন ইতিহাস।

১৪৯টি টেস্টে দু’শ ক্যাচ লুফে সবার আগে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ১২৮ টেস্টে ১৮১টি ক্যাচ নিয়ে দ্রাবিড়ের পেছনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্কওয়াহ। এছাড়া ১৭৪টি ক্যাচ নিয়ে তৃতীয় অস্ট্রেলিয়ার বর্তমান অধিানয়ক রিকি পন্টিং।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।