ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১০
জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

মেলবোর্ন: ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধুঁকছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার তৃতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ১৬৯।

পিছিয়ে ২৪৬ রানে।

মিচেল জনসন ৬ ও ব্রাড হাডিন অপরাজিত আছেন ১১ রানে।

অস্ট্রেলিয়া: দ্বিতীয় ইনিংস: ১৬৯/৬ (৬৬ ওভার), প্রথম ইনিংস: ৯৮
ইংল্যান্ড: ৫১৩

দ্বিতীয় ইনিংসে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো রিকি পন্টিংরা। উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন থাকে ৫৩ রান পর্যন্ত। ব্যক্তিগত ৫৪ রানে টিম ব্রেসনানের এলবিডব্লু’র ফাঁদে পড়েন ওপেনার শেন ওয়াটসন। ছয়টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি।

ওয়াটসনের বিদায়ের পর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি আক্রমণাত্মক অস্ট্রেলিয়াকে। দলীয় ৯৯ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন ফিলিপ হিউজ। তবে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন স্টিভেন স্মিথ। কিন্তু জেমস অ্যান্ডারসন স্মিথকে (৩৮) সরাসরি বোল্ড করে, সে প্রতিরোধও গুঁড়িয়ে দেন।

ইংলিশ বোলারদের সামাল দিতে ব্যর্থ হন রিকি পন্টিং, মাইকেল হাসি ও কার্ক। ব্রেসনানের বলে বোল্ড হন পন্টিং (২০) ও সোয়ানের বলে ক্যাচ আউট হন মাইকেল কার্ক (১৩)। আর মি.ক্রিকেট হাসি সাজঘরে ফেরেন শূন্য রানে।

পরে আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করেন জনসন ও হাডিন।

৭৭ রানে তিনটি উইকেট নেন টিম ব্রেসনান। এছাড়া একটি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসন।

জোনাথন ট্রটের হার না মানা ১৬৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ৫১৩ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড।

১-১ এ সমতায় আছে পাঁচ টেস্টের সিরিজ। প্রথম টেস্ট শেষ হয় অমীমাংসিতভাবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।