ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

দলের সঙ্গে থেকে যেতে পারেন লো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জুলাই ৯, ২০১০

বর্লিন: জার্মানিকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন কোচ জোয়াকিম লো। কোচ হিসেবে তাঁকেই রেখে দেওয়ার সম্ভাবনা বেশি।

৫০ বছর বয়সী লো, ২০০৬ সালের বিশ্বকাপ শেষে কোচ জার্গেন ক্লিন্সম্যানের স্থলাভিষিক্ত হন। এরপর ২০০৮ এর ইউরো চ্যাম্পিয়ন্সশিপের রানার্সআপ হয় তাঁর দল। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গেলেও দারুণ খেলেছে তাঁর দল।    

লোর সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ হয় ৩০ জুন। বিশ্বকাপের খেলা চলায় নতুন চুক্তির বিষয়ে কোন আলোচনা হয়নি কোচের।

যদিও বিল্ডের তথ্য মতে বছরের প্রথম দিকে পারিশ্রমিক সংক্রান্ত ব্যাপারে বনিবনা নিয়ে ঝামেলা হয়েছিলো জার্মানি ফুটবল ফেডারেশনের সঙ্গে।

বিল্ড জানিয়েছে, জার্মানির ফুটবল ফেডারেশনের সভাপতি থিও ভনজিগার ৩০ জুলাই নির্বাহী পরিষদের সভায় আলোচনা করতে পারেন।

জার্মানির সবচেয়ে সফল কোচ লো। যার নেতৃত্বে ৫৫ ম্যাচ খেলে ৩৮ টিতেই জয় পায়। অতএব নতুন চুক্তি ২০১২ ইউরোপা কাপ পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘন্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।