ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবি থেকে ফিল্ডিং সামগ্রী পেলো ১২টি ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
বিসিবি থেকে ফিল্ডিং সামগ্রী পেলো ১২টি ক্লাব

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি দলকে ফিল্ডিং সামগ্রী দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আস্ট্রেলিয়া থেকে আনা খেলার সামগ্রী সোমবার ক্লাব প্রতিনিধিদের হাতে তুলে দেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)।

খেলার সামগ্রী বিতরণের আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সেগুলো প্রদর্শন করা হয়। প্রথমবারের মতো এমন সামগ্রী দেওয়ায় প্রচার পাওয়ার সুযোগ কাজে লাগাতে চেষ্টা করে বিসিবি। এনিয়ে কিছুটা সমালোচনাও হয়।

আলোচনা বা সমালোচনা যাই হোক, ক্রিকেটের উন্নয়নে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলাকালে ক্লাবগুলোর হাতে তুলে দিয়েছে আধুনিক ফিল্ডিং সামগ্রী।

বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু জানান, শিগগিরই অস্ট্রেলিয়া থেকে বিভাগীয় দল, একাডেমি এবং বয়সভিত্তিক দলগুলোর জন্য ফিল্ডিং সামগ্রী আনা হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।