ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ পাবনা ও নোয়াখালী জেলায়

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ পাবনা ও নোয়াখালী জেলায়

ঢাকা: বিশ্বকাপ পথযাত্রা ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ সোমবার পৌঁছেছে পাবনা ও নোয়াখালী জেলায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র যৌথ উদ্যোগে বিশ্বকাপের রোড ‘শো’ হবে দেশের ৬৪টি জেলায়।

এই উপলক্ষ্যে পাবনা জেলা স্কুলের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শেষ হয় মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চের সামনে। এতে নেতৃত্ব দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।

এদিকে নোয়াখালীতে জেলা প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে শহীদ বুলু স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মঙ্গলবার বিশ্বকাপের রোড ‘শো’ হবে কুষ্টিয়া ও ফেনী জেলায়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।