ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আবাহনী-শেখ জামালের ম্যাচ দিয়ে ‘বি’ লিগ শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
আবাহনী-শেখ জামালের ম্যাচ দিয়ে ‘বি’ লিগ শুরু

ঢাকা: টানা তিন মৌসুমের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ও নবাগত শেখ জামাল ধানমন্ডি কাবের মধ্যকার ম্যাচ দিয়ে সোমবার মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের চতুর্থ আসর।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল চারটায় হবে খেলা।

মৌসুমের শুরুতে বরদুলই ও ফেডারেশন কাপ জয়ী আবাহনীর জন্য ম্যাচটি মর্যাদার লড়াইয়ে দাঁড়িয়েছে। ফেডারেশন কাপের ফাইনালে এই শেখ জামালকে হারিয়ে শিরোপা জেতে আবাহনী। লিগ মৌসুমের শুরুতেও জয়ের ধারায় থাকতে চায় ধানমন্ডির জায়ান্টরা।

দলের ম্যানেজার সত্যজিত দাস রুপুর বিশ্বাস জয় দিয়ে লিগ শুরু করতে পারবে তার দল,“পেশাদার লিগের সবগুলো আসরেই আমরা শিরোপা জিতেছি। এবারোও চ্যাম্পিয়ন হতে চাই। জয় দিয়ে লিগের সূচনা করতে খেলোয়াড়রা প্রস্তুত। ”

শেখ জামালের কাছে ম্যাচটি প্রতিশোধ অভিযান। একঝাঁক তারকার সমাবেশ ঘটিয়েও ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে হেরেছে।

ফেডারেশন কাপের ফাইনালের সেই প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ শেখ জামালের সামনে। দলের সার্বিয়ান কোচ জোরান ক্রালিয়েভিচের মতে,‘‘প্রত্যেক কোচই জয় চায়। আমিও চাই। অন্যকারণেও ম্যাচটি আবেদন আমাদের কাছে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ফেডারেশন কাপে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। ”

তবে তারকা খেলোয়াড় থাকলেই যে জয় পাওয়া যায় না, ফেডারেশন কাপেই বুঝেছেন ক্রালিয়েভিচ,“পেশাদার লিগে জয় পাওয়া সহজ কাজ নয়। শুধু দক্ষ খেলোয়াড় থাকলেই হয় না, এখানে অভিজ্ঞতাও একটা বড় ব্যাপার। ”

এদিকে মাঠে নামার আগে আবাহনী নিশ্চিন্ত থাকলেও শেখ জামাল দামি খেলোয়াড়টিকে প্রথম ম্যাচে নাও পেতে পারে। কাফ মাসলে চোট থাকায় স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলিকে নিয়ে শঙ্কায় আছেন শেখ জামালের কোচ।  

উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে রোববার বিকালে বুয়েট মাঠে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেয় শেখ জামালের ফুটবলাররা। বসে থাকেনি আবাহনীও। তারা অনুশীলন করেছে নিজেদের মাঠে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, ২৬ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।