ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

স্ট্রাউস-কুকের ব্যাটে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
স্ট্রাউস-কুকের ব্যাটে এগিয়ে ইংল্যান্ড

মেলবোর্ন: অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৯৮ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। জবাবে কোন উইকেট না হারিয়ে প্রথম দিনে ১৫৭ রান করেছে ইংল্যান্ড।

এগিয়ে ৫৯ রানে।

রোববার অ্যান্ড্রু স্ট্রাউস ৬৪ ও অ্যালিস্টার কুক ৮০ রানে অপরাজিত থেকে শেষ করেন দিনের খেলা।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস-৯৮ (৪২.৫ ওভার)
ইংল্যান্ড: প্রথম ইনিংস-১৫৭ (৪৭ ওভার)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলের ৩৭ রানের মধ্যে বিদায় নেন ওপেনার শেন ওয়াটসন (২), ফিলিপ হিউজেস (১৬) ও অধিনায়ক রিকি পন্টিং (১০)। ওয়াটসন ও পন্টিংকে আউট করেন ক্রিস ট্রেমলেট আর ফিলিপকে সাজঘরে ফেরান ব্রেসন্যান।

মূলত ট্রেমলেট ও জেমস অ্যান্ডারসনের বোলিংয়েই গুঁড়িয়ে যায় পন্টিং বাহিনী। এই দুই ইংলিশ পেসার শিকার করেছেন চারটি করে উইকেট। ট্রেমলেট ২৬ আর অ্যান্ডারসন ৪৪ রান খরচ করেন। টিম ব্রেসন্যান পেয়েছেন দুটি উইকেট।

ইংলিশ বোলিংয়ে কোণঠাসা অস্ট্রেলিয়া পরে আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে অ্যাশেজের ১৩৩ বছরের ইতিহাসে সবচেয়ে কম স্কোর (৯৮) করেই মাঠ ছাড়ে রিকি পন্টিংরা।

১-১ এ সমতায় আছে পাঁচ টেস্টের সিরিজ। প্রথম টেস্ট শেষ হয়েছিলো অমীমাংসিতভাবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘন্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad