ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

কাবাডির চূড়ান্ত পর্বে রাইফেলস ও পুলিশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

ঢাকা: স্ট্যান্ডার্ড চার্টার্ড জাতীয় কাবাডি প্রতিযোগিতায় সার্ভিসেস জোনের খেলায় চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ রাইফেলস ও বাংলাদেশ পুলিশ।

শনিবার ঢাকা ভেন্যুতে বাংলাদেশ রাইফেলস ২টি লোনাসহ ৩৩-১৪ পয়েন্টে কারা দলকে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য ম্যাচে পুলিশ দল ১টি লোনাসহ ২৯-২৭ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

এর আগে দিনের প্রথম খেলায় কারা দল ৩টি লোনাসহ ৪৪-২০ পয়েন্টে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে হারায়। দ্বিতীয় খেলায় পুলিশ ১টি লোনাসহ ৪১-২২ পয়েন্টে বাংলাদেশ বিমানকে হারায়।

চূড়ান্ত পর্বের অন্যদলগুলো হলো- ঢাকা জেলা, পিরোজপুর, টাঙ্গাইল জেলা, রাজশাহী জেলা, খুলনা জেলা ও কুমিল্লা জেলা।

রোববার থেকে চূড়ান্ত পর্বের খেলাগুলো ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, ২৫ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।