ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

কর্পোরেট ক্রিকেট ব্যাটলে চ্যাম্পিয়ন হিটাচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
কর্পোরেট ক্রিকেট ব্যাটলে চ্যাম্পিয়ন হিটাচি

ঢাকা: ডেইলি সান পত্রিকা আয়োজিত কর্পোরেট ক্রিকেট ব্যাটল (সিক্স এ সাইড) ২০১০‘র  শিরোপা ঘরে তুলেছে হিটাচি (ম্যাগনাম গ্রুপ)। শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ৭ রানে হারায় বসুন্ধরা গ্রুপকে।

গুলশান ইয়ুথ কাবে মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৬৪ রান তোলে হিটাচি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন সাখাওয়াত। মাত্র ১০ বলের ইনিংসে দুইটি ছয় ও দুই চার হাঁকান তিনি।

শাফিল ১০ রানে দুটি ও শহিদ ১৭ রানে দুই উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বোলার আশিষ কুমার দাসের গতি ও সুইংয়ে শুরুতেই খেই হারায় বসুন্ধরা ব্যাটসম্যানরা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৭ রানের। ষষ্ঠ বলে পঞ্চম উইকেট হারানোর আগে দুই ব্যাটসম্যান শাফিলও শহিদ ১৯ রান তুলতে সমর্থ্য হন।

বসুন্ধরার পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন শাফিল।

১৯ রান খরচে তিন উইকেট নেন আশিষ।

এর আগে সেমিফাইনালে ওয়েস্টিনকে তিন উইকেট হারিয়ে ফাইনালে ওঠে হিটাচি (ম্যাগনাম গ্রুপ)। অন্য সেমিফাইনালে বসুন্ধরা গ্রুপ এক ওভার হাতে রেখেই তিন উইকেটে হারায় ইউনিক বিজনেসকে।

ফাইনালে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন হিটাচির আশিষ কুমার। প্রতিযোগিতার সেরার পুরস্কার পান বসুন্ধরা গ্রুপের মাসুদুর রহমান মুকুল।

খেলা শেষে পুরস্কার দেন ডেইলি সানের সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটি) বিদ্যুৎ কুমার ভৌমিক, সিনিয়র জেনারেল ম্যানেজার জহিরুজ্জামান (সেলস অ্যান্ড মার্কেটিং) সহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, ২৫ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।