ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

সোমবার শুরু জাতীয় তায়কোয়ান্দো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে সোমবার থেকে শুরু হচ্ছে ট্রাস্ট ব্যাংক দশম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা। মোট ২৪টি দল নিয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত হবে খেলা।

৩২টি ওজন শ্রেণীতে এ প্রতিযোগিতা হবে। এছাড়া পুমসে বিভাগে রয়েছে আরো দশটি ওজন শ্রেণী।   এবারের আসরে মোট ৩৫০ জন (পুরুষ ২০০ এবং মহিলা ১৫০) প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

এ উপলক্ষে শনিবার জাতীয় ক্রিড়া পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অহিদুজ্জামান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান স্বপন এবং কোষাধক্ষ্য মোহাম্মদ আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০০ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।