ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

কনজারভেটিভ চিকিৎসাতেই আছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০
কনজারভেটিভ চিকিৎসাতেই আছেন মাশরাফি

ঢাকা: অন্তত আরো পাঁচদিন কনজারভেটিভ চিকিৎসা নিতে হবে মাশরাফি বিন মুর্তজাকে। শনিবার চোটআক্রান্ত ডান হাঁটু পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা এই সিদ্ধান্ত দিয়েছেন।

ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাপোলো হাসপাতালের শৈল্যবিদ ও হাঁটু বিশেষজ্ঞ এম আলী, বিসিবির ফিজিশিয়ান মো. মনিরুল আমিন এবং অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ ডেভিড ইয়াংয়ের পরামর্শে আগামী ৩০ ডিসেম্বর ফের হাঁটু পর্যবেক্ষণ করে দেখা হবে।

তবে চিকিৎসকরা আশা করছেন ৩১ ডিসেম্বর থেকেই পেশির ক্ষমতা বাড়াতে প্রাথমিক অনুশীলন শুরু করতে পারবেন নড়াইল এক্সপ্রেস। প্রথম দিকে সাইকিং, স্কিপিং এবং হাঁটা চলা করবেন। ৫ জানুয়ারি থেকে জিমনেসিয়ামে ওজন তোলার অনুশীলন শুরু হবে।

ডেভিড ইয়াং এবং চিকিৎসক দল আশা করছেন তিন সপ্তাহ পরে নেটে ব্যাটিং এবং চার সপ্তাহ পরে বোলিং করতে পারবেন মাশরাফি।

এদিকে জুনায়েদ সিদ্দিকের বাঁ পায়ের পেছনের রগের টান সারতে শুরু করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।