ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

সহিংসতা বন্ধের আহ্বান দ্রগবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
সহিংসতা বন্ধের আহ্বান দ্রগবার

প্যারিস: আইভোরিকোস্টের জাতীয় ফুটবল দলের অধিনায়ক দিদিয়ের দ্রগবা। দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীও তার পায়ের জাদুতে মুগ্ধ।

ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রতিনিয়তই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

তবে নিজ দেশের বিরাজমান রাজনৈতিক সহিংসতায় বেশ উদ্বিগ্ন তিনি। তাই সমস্যা সমাধানে আহ্বান জানিয়েছেন ৩২ বছর বয়সী দ্রগবা।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে চেলসি তারকা জানান “এ ঘটনায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আইভোরিকোস্টের মানুষ চায় গনতন্ত্রের বিজয় আর রাজনৈতিক এই সংকটের অবসান। ”

দেশটিতে এপর্যন্ত রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন প্রায় ১৭৩ জন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।