ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মৌসুম শেষে অবসর নেবেন এডউইন ফন ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১০
মৌসুম শেষে অবসর নেবেন এডউইন ফন ডার

লন্ডন: পাঁচ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলদ্বার সামলে চলেছে এডউইন ফর ডারের বিশ্বস্ত দুটি হাত। বয়স বাড়ছে আর ক্লাবের সঙ্গে চুক্তিও শেষ হচ্ছে এই মৌসুমের দিকে।

কোচ আলেক্স ফার্গুসন মনে করেন অবসর নেওয়ার সময় হয়েছে ৪০ বছর বয়সী ডাচ গোলরক্ষকের।

২০০৫ সালে ফুলহাম থেকে রেড ডেভিলসে যোগ দিয়ে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও একবার ইউরো সেরার মুকুট জিতেছেন এডউইন।

প্রিয় শিষ্য সম্পর্কে ফার্গুসন বলেন,“এডউইনকে এই মৌসুমের শেষ দিকে অবসরে পাঠানোর পরিকল্পা আছে আমাদের। ”

তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও কোচের ভূমিকায় দেখা যেতে পারে এই ডাচকে। অবশ্য ফার্গুসন এই বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি। তার মতে,“এই বিষয়ে এডউইনের সঙ্গে কোন আলোচনা হয়নি আমাদের। তবে নিজের অভিজ্ঞা ও কৌশলগুলো কাজে লাগাতে খেলার সঙ্গেই থাকার আগ্রহ দেখিয়েছেন তিনি। ”

এই মৌসুমে এরই মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন ম্যানইউ’র হয়ে। এছাড়া ইংলিশ লিগে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এডউইন ফন ডারের ক্লাব।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।