ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বেনিতেজকে বিদায় বলে দিলো ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
বেনিতেজকে বিদায় বলে দিলো ইন্টার

রোম: মাত্র কয়েকদিন আগে রাফায়েল বেনিতেজের অধীনে ইন্টার মিলান জিতেছে ক্লাব বিশ্বকাপের শিরোপা। তবুও মন জয় করতে পারলেন না ক্লাব ও সমর্থকদের।

অবশেষে বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ বরখাস্ত করেছে এই স্প্যানিশকে।

কোচ হোসে মরিনহোর রেখে যাওয়া ট্রেবল জয়ী ইন্টার মিলান বেনিতেজের অধীনে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছে। সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২৩।

এই অবস্থায় বেশ কিছুদিন ধরে জল্পনা-কল্পনা চলছিলো চাকরি হারাতে পারেন ৫০ বছর বসয়ী সাবেক লিভারপুল কোচ। তার বরখাস্ত হওয়ার মধ্যদিয়ে শেষপর্যন্ত গুজবই সত্যি হলো।

২০০৫ সালে লিভারপুলকে চ্যাম্পিয়ন্সশিপের শিরোপা জেতানো বেনিতেজ ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন এই মৌসুমে। তবে সিরি ‘আ’তে হার দিয়ে শুরু করা এই স্প্যানিশ কোচ ক্লাব বিশ্বকাপে জিতে জয়ের ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু তার ফেরার অপেক্ষায় বসে থাকতে রাজি নয় পেশাদার ইন্টার। তাই পাকিপাকিভাবেই রাফায়েল বেনিতেজকে না বলে দিলো ক্লাবটি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad