ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

রোনালদো, বেঞ্জেমা’র হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০
রোনালদো, বেঞ্জেমা’র হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

মাদ্রিদ: স্পেনের সুপার কাপে সুপার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার তারা শীর্ষ ষোল’র প্রথম লেগে করিম বেঞ্জেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাভান্তেকে।

১৯৯৩ সালের পর সুপার কাপ অর্থাৎ কিংস কাপের শিরোপা জেতেনি কোচ হোসে মরিনহোর দল। বহু বছর পর এবার লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে।

লাভান্তেকে বড় ব্যবধানে হারানোয় কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত দলটির। কারণ আগামী ৫ জানুয়ারি ফিরতি ম্যাচে লাভান্তকে শুধু জয় পেলেই হবে না, জিতবে হবে বড় ব্যবধানে। কাজটি মোটেও সহজ নয়।

রিয়াল মাদ্রিদের মাঠে অতিথি হয়ে আসা লাভান্তে গত সেপ্টেম্বর লা লিগায় গোলশূন্য ড্র করেছিলো স্বাগতিকদের সঙ্গে। কিংস কাপেও হয়তো সেরকম কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলো সফরকারীরা। অবশ্য এবার তারা পাত্তাই পায়নি মেজুত, রোনালদো আর বেঞ্জেমাদের কাছে।

৬ মিনিটে গোলউৎসবের সূচনা করেন ফ্রান্স ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। চার মিনিট পর রোনালদোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির মেসুত ওজিল। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান (৩-০) বেঞ্জেমা। বিরতির আগে ৪৫ মিনিটে চতুর্থ গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিরতির পর ৬৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বেঞ্জেমা। অবশ্য প্রথমার্ধে এক গোল করা রোনালদো ৭২ ও ৭৪ মিনিটে প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন।

লাভান্তেকে গোলবন্যায় ভাসিয়েও গোলের ুদা মেটেনি স্বাগতিকদের। তাই ৮৯ মিনিটে বদলী খেলোয়াড় পেদ্রো লিও  শেষবারের মতো বল পাঠান প্রতিপক্ষের জালে।

এদিকে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। তারা ৬-৩ গোলে হারিয়েছে স্টুটগার্টকে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।