ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বেদনায় নীল জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
বেদনায় নীল জার্মানি

বার্লিন: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন শেষ। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিষন্ন পুরো জাতি।

গণমাধ্যমগুলোতে কেবলই দুঃখের খবর।

দেশটির সর্বাধিক পঠিত পত্রিকা বিল্ড লিখেছে,‘‘ সব শেষ। সমাপ্তি। আমাদের বিদায়। ’’ তারা লিখেছে,‘‘ পুরো জার্মানিই হতাশ। সারাদেশ জুড়েই কেবল কান্না। ’’ তবে শোক নিয়েও স্পেনকে জয়ের কৃতিত্ব দিয়েছে পত্রিকাটি।

‘‘যত কঠিনই হোক স্বীকার করতেই হবে পরাজয়টা আমাদের প্রাপ্য ছিল। আমাদের ছেলেরা সাধ্যমতো চেষ্টা করেও সুযোগ কাজে লাগাতে পারেনি। মানতেই হচ্ছে স্প্যানিশরা আমাদের চেয়ে ভালো খেলেছে। ’’ লিখেছে জার্মান পত্রিকাটি।

আরেকটি পত্রিকা ‘ডাই জেইত’ তাদের ওয়েবসাইটে লিখেছে,‘‘রূপকথার কাহিনী সমাপ্ত। ’’ আরেকটি রক্ষণশীল গণমাধ্যম ‘ফ্রাঙ্কফুর্টার আলগেমেইনে’ বলেছে,‘‘স্বপ্ন যাত্রা’’ সমাপ্ত। এদিকে দেশটির বহুল আলোচিত স্পাইগেল ম্যাগাাজিন তাদের ওয়েবসাইটে লিখেছে,‘‘জার্মানির স্বপ্ন গুড়িয়ে দিয়ে ফাইনালে স্পেন। ’’

অন্যদিকে প্রতিপক্ষকে বেশি সমীহ করায় ‘সুডয়েচে জেইতাং’ সমালোচনা করেছে কোচ জোয়াকিম লোর শিষ্যদের। তারা লিখেছে,‘‘জার্মান দলটি স্প্যানিশদের বেশি শ্রদ্ধা দেখিয়েছে এবং প্রতিপক্ষের ওপরে বেশি চাপ সৃষ্টি করতে পারেনি।

এদিকে বার্লিনের জনপ্রিয় ট্যাবলয়েড ‘বি জেড’’ পেছনে দৃষ্টি ফেরাতে চাইনি। বিশ্বকাপে আশাতীত সাফল্য দেখানো তরুণ দলটির উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদি তারা। পত্রিকাটি ওয়েবসাইটে লিখেছে,‘‘লজ্জা, বালকের দল। তোমরা আবারো ফিরে আসবে। তথাপি এটি অসাধারণ একটি বিশ্বকাপ। ’’

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘন্টা, জুলাই ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।