ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পেনকে জার্মান কোচের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

ডারবান: দেল বস্কের খুশি হওয়ারই কথা। ইতিহাস রচনা করে ফেলেছে তাঁর দল।

বিশ্বকাপে এর আগে ১২টি আসরে অংশ নিয়ে যা সম্ভব হয়নি সেই অসাধ্যই সাধন করেছে। তাই বলে অভিযান এখানেই সীমিত রাখতে চান না স্প্যানিশ কোচ।

জার্মানদের বিপক্ষে ১-০ গোলের জয়টাকে উপভোগ করবেন ঠিকই তবে স্বল্প পরিসরে। বলেন,“অবশ্যই আমরা এ জয় উপভোগ করবো। তবে সেটা থাকবে নিয়ন্ত্রণে। ”

বাঁধ ভাঙ্গা আনন্দ হওয়ার কথা। সেখানে একদিন পরেই অনুশীলনে থাকতে চান দেল বস্ক। তাঁর দৃষ্টিতে এখনো আসল জয়টি পাওয়া হয়নি,“এ জয়ে আমরা অন্ধ হয়ে যেতে চাই না। আমরা জয় উদযাপন করবো এবং কাল (বৃহস্পতিবার) থেকেই ফাইনালের প্রস্তুতি নেবো। ”

লা রোজা কোচের চোখের সামনে শুধুই ভেসে আসছে সোনায় মোড়ানো একটি শিরোপা। যার নাম বিশ্বকাপ। অধরা সেই সাফল্য নিয়েই দেশে ফিরতে চান। বলছিলেন,“বিশ্বকাপ জয়ের মতো কঠিন কাজ আর কিছুই নেই। এখনো ফাইনাল বাকি। এখনই গা ভাসিয়ে দিলে চলবে না। ”

দলে এমন সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছেন কোচ। তাঁর মতে,“এটা অনেক বড় জয়। কারণ প্রতিপক্ষ ছিলো বিশ্বকাপের অন্যতম সেরা দল। জার্মানদের খেলা দেখার পর মনে হতে পারে সেরাটা খেলতে পারেনি। আসলে আমাদের রক্ষণভাগ তাদেরকে সুযোগ দেয়নি। আমি একদল তরুণ নিয়ে এগোচ্ছি। যাদের ফুটবল অভিজ্ঞতা আছে। তারা জানে ফুটবল কি। ”

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসল কথাটাই বলেছেন সবার শেষে,“আমরা শিরোপা জয়ের আশায় তাকিয়ে। খেলোয়াড়রা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। আশা করি বাকিটাও হবে। ”

অন্যদিকে পরাজিত দলের কোচ জোয়াকিম লো স্পেনকে ফুটবল বিশেষজ্ঞ বলে আখ্যা দিয়েছেন। তাঁর দৃষ্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে দেবে লা রোজারা।

যদিও দলের বিদায়ে কাতর এ জার্মান কোচ। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মতো দলকে হারিয়ে সেমিফাইনাল খেলেছে জার্মানি। সেই দলটিই কিনা স্পেনের কাছে সেমিফাইনালে হেরেছে। যাদের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নেই। এমন কি সেমিফাইনালও খেলেছে প্রথম।

বিজ্ঞ জোয়াকিম স্পেনের জয়টাকে মেনে নিয়েছেন। যথাযথ সম্মানও দেখাচ্ছেন,“আমরা খুবই হতাশ। কারণ সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু স্পেন দলকে অভিনন্দন জানানো উচিৎ। যারা গত তিন বছর ধরে দারুণ খেলছে এবং অনেক বড় দলের বিপক্ষেই তাদের সাফল্য আছে। ”

সেমিফাইনাল নিয়েও বলেছেন জার্মান কোচ,“তারা দারুণভাবে বলের নিয়ন্ত্রণ রেখেছে। পার্থক্য আমরা এ ম্যাচে আগের মতো খেলতে পারিনি। ”

ফাইনালে স্পেনকে এগিয়ে রাখার যুক্তি দিয়েছেন,“তারা প্রয়োজনীয় সবগুলো জয়ই তুলে নিয়েছে। এখন আমি নিশ্চিত তারা বিশ্বকাপ জিততে যাচ্ছে। ”

তীরে এসে তরি ডোবায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন জার্মানির খেলোয়াড়রা। যদিও তাদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন কোচ। বলেন,“খেলোয়াড়রা খুবই ভেঙ্গে পড়েছে। কিন্তু আমি তাদেরকে অভিনন্দন জানাই। কারণ টুর্নামেন্টে যথেষ্ট ভাল খেলেছে। ”

এখনো বিশ্বকাপ অভিযান শেষ হয়নি জার্মানদের। একটি ম্যাচ বাকি। শনিবার উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘন্টা, জুলাই ০৮, ২০১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।