ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

খুনি জার্মান নাগরিকের আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

পালমা ডি মায়োর্কা: অবশেষে নিজেই ধরা দিলেন সেই জার্মান খুনি। দুই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করায় তাকে ধরতে হন্যে হয়ে খুঁজছিল জার্মান পুলিশ।



দেশ থেকে পালিয়ে গিয়ে শেষে স্প্যানিশ দ্বীপ মায়োরকার পুলিশের কাছে সোমবার নিজেই ধরা দিয়েছেন ওই জার্মান।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, ৪২ বছর বয়সী ‘হলগার বি’ সম্পর্কে তেমন কিছুই জানতেন না তারা। মঙ্গলবার পালমা আদালতে আত্মসমর্পণের পর ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে পাঠান।

গত সোমবার জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হ্যানোভারের একটি পানশালায় ফুটবল নিয়ে বিতর্কের জের ধরে দুই ইতালিয়ানকে গুলি করার পর গা ঢাকা দিয়েছিলো হলগার।

পরে গুলিবিদ্ধ দুই ইতালীয় হাসপাতালে মারা যান। ঘটনার পরই পুলিশ তাকে ধরার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘন্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।