ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ম্যারাডোনার সম্মানে মনুমেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
ম্যারাডোনার সম্মানে মনুমেন্ট


বুয়েনস আইরেস: জার্মানির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। এতে কোচের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা কমেনি দেশবাসীর।

এবার তাঁর সম্মানে মনুমেন্ট তৈরির প্রস্তাব উঠেছে সংসদে।

এ ব্যাপারে বিল উত্থাপনকারী সাংসদ হুয়ান কাবানদিয়ে বলেন,“আর্জেন্টিনার মানুষের কাছে ম্যারাডোনই বেশি গুরুত্বপূর্ণ। খেলার ফলাফল নয়। ”

তিনি বলেন,“ম্যারাডোনা দেশীয় সংস্কৃতিতে আইকন হয়ে গেছেন। এককথায় তাঁর জনপ্রিয়তা খেলার আঙ্গিনা ছাঁপিয়ে প্রভাব ফেলেছে সর্বত্র। ”
 
৪৯ বছর বয়সী ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। পরের আসরেও ফাইনাল খেলেছে ম্যারাডোনার দল। জগদ্বিখ্যাত এই ফুটবল শিল্পীর জন্য রাজধানীতে মনুমেন্ট তৈরির প্রস্তাব সংসদে উত্থাপন করলেন হুয়ান।

যদিও বোকা জুনিয়র স্টেডিয়ামে তিন মিটার উচ্চতা বিশিষ্ট একটি মনুমেন্ট রয়েছে ম্যারাডোনার।

এবার কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও শুরুটা দারুণ করে আর্জেন্টিনা দল। তবে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘন্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।