ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

দুই দিনের বিশ্রামে ডাচ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
দুই দিনের বিশ্রামে ডাচ দল

কেপটাউন: ৩২ বছর পর বিশ্বকাপ ফাইনাল দেখলো নেদারল্যান্ডস। স্বভাবতই ফুরফুরে মেজাজে খেলোয়াড়রা।

সময়টা উপভোগ করতে শিষ্যদের দুই দিনের বিশ্রাম দিলেন কোচ বার্ট ফন মারউইক।

আগামী ১১ জুলাই প্রতিযোগিতার ফাইনাল। প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় আছে। টানা ম্যাচ খেলার কান্তি কাটাতেও বিশ্রাম জরুরী হয়ে পড়েছিলো। চূড়ান্ত ম্যাচে খেলোয়াড়রা যাতে নির্ভার হয়ে মাঠে নামতে পারেন, সে জন্যই কোচের এ উদ্যোগ।

খেলোয়াড়রা অনুশীলনে ফিরবেন শনিবার। ফাইনালের ঠিক আগের দিন। কেপটাউনে মঙ্গলবারের সেমিফাইনালে ডাচরা ৩-২ গোলে উরুগুয়েকে হারিয়ে ফাইনালের টিকিট পায়।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘন্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।