ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সিরাজগঞ্জে ৩৩তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ৭, ২০১৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৩৩তম আন্তঃজেলা জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ক্রিকেট প্রতিযোগিতা সাত দিনব্যাপী চলবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে পাবনা, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা দল।  

শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম এমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেসুর রহমান সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, জেলা ক্রিকেট উপ-কমিটির সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

এ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পাবনা ও নাটোর জেলা ক্রিকেট একাদশ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা,  জুন ০৭, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।