ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

উল্টো পথে হাঁটলেন সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
উল্টো পথে হাঁটলেন সিদ্দিকুর

ঢাকা: জনি ওয়াকার কম্পোডিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভালো করতে পারেননি সিদ্দিকুর। শুক্রবার পারের চেয়ে এক শট বেশি নিয়ে সেরা তিন থেকে নেমে গেছেন ত্রিশে (যুগ্মভাবে ২৩)!

ফুকেথরা কাউন্টি কাব মাঠে আগের দিন পারের চেয়ে পাঁচ শট কম খেলে (৬৭ শটে) দারুণ সূচনা করেছিলেন এই বাংলাদেশি গলফার।

তবে দ্বিতীয় রাউন্ডে উল্টো পথে হেঁটেছেন। পারের চেয়ে এক শট (৭৩ শট) বেশি খেলতে হয়েছে। তবে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে অবশ্য চার শট কম খেলেছেন সিদ্দিকুর।

দিনের শুরুতে ভালো করার ইঙ্গিত দিচ্ছিলেন। দ্বিতীয় হোলেই বার্ডির দেখা মেলে (পারের চেয়ে এক শট কম)। এরপর পার অনুযায়ী খেলে যান ১৫তম হোল পর্যন্ত।

দুর্ভাগ্যের সঙ্গে সাক্ষাৎ ঘটে ১৬-১৭তম গর্তে ফেলতে। পারের চেয়ে একশট বেশি খেলতে হয়েছে (বগি)। পরের গর্তে বল ফেলতে আরো খারাপ করেছেন। পারের চেয়ে দুই শট বেশি (ডাবল বগি) নিয়েছেন। শেষ হোলটা পার অনুযায়ী খেলতে সক্ষম হন ২৬ বছরের এই গলফ তারকা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘন্টা, ১০ ডিসেম্বর , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।