ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

নিউজিল্যান্ডকে ধবলধোলাই করলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
নিউজিল্যান্ডকে ধবলধোলাই করলো ভারত

চেন্নাই: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও জিতেছে ভারত। শুক্রবার গৌতম গম্ভীরের দল আট উইকেটে হারায় সফরকারীদের।

এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডকে ৫-০ তে ধবলধোলাই করলো স্বাগতিকরা।

নিউজিল্যান্ড: ১০৩ (২৭ ওভার)
ভারত: ১০৭/২ (২১.১ ওভার)
ফল: ভারত আট উইকেটে জয়ী

টস জিতে ব্যাট করতে নেমেই শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলের ২৮ রানের মধ্যে বিদায় নেন ওপেনার মার্টিন গুপটিল (০), ব্রেন্ডন ম্যাককালাম (১৪) ও রস টেলর (৯)। এরপরই শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিল।

এই অবস্থা থেকে আর বেরিয়ে আসতে পারেনি ড্যানিয়েল ভেট্টোরির দল। সবউইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সমর্থ হয় কিউইরা। ব্রেন্ডন ম্যাককলাম (১৪), জেমি হাউ (২৩), স্কট স্টাইরিস (২৪) ও অপরাজিত জেমস ফ্রাঙ্কলিন (১৭) ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

২৪ রান দিয়ে তিনটি উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন। এছাড়া দুটি করে উইকেট নেন যুবরাজ সিং, ইউসুফ পাঠান ও আশিষ নেহরা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ভারত। তখনো বাকি ছিলো ১৭৩ বল। হার না মানা ৫৬ রান করেন পার্থিব প্যাটেল। ছয়টি চার ও একটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। এছাড়া অপরাজিত ৪২ রান করেন যুবরাজ সিং।

ম্যাচ সেরা হয়েছেন যুবরাজ সিং। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন গৌতম গম্ভীর।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘন্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।