ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবির আর্থিক ক্ষতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
বিসিবির আর্থিক ক্ষতি

চট্টগ্রাম: বৃষ্টি শুধু একটি ম্যাচ ভাসিয়ে দেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক ক্ষতি করে গেছে।

খেলা না হওয়ায় টাইটেল স্পন্সর মাইক্রোম্যাক্সকে ক্ষতিপূরণ দিতে হবে। নিম্বাস স্পোর্টসকে দিতে হবে প্রডাকশন খরচ।

আর্থিক ক্ষতির পরিমাণটা নির্দিষ্ট করে জানাতে পারেননি বিসিবির সিইও মঞ্জুর আহমেদ। তবে চুক্তির ধারা অনুযায়ী কোন কারণে খেলা আয়োজন সম্ভব না হলে স্পন্সর প্রতিষ্ঠান ক্ষতিপূণর পাবে। অবশ্য একটি বল খেলা হলে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ থাকতো না।

নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি সিরিজের তিন লাখ ৩৫ হাজার ৬০০ মার্কিন ডলারে টাইটেল স্পন্সর সত্ত্ব কিনে নেয় মাইক্রোম্যাক্স। নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজে একটি এবং জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ ওয়ানডে শুক্রবার পরিত্যক্ত হয়। অতএব এই দুই ম্যাচের জন্যই ক্ষতিপূরণ গুণতে হবে বিসিবিকে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘন্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad