ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

পন্টিংকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ গ্যাটিংয়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১০
পন্টিংকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ গ্যাটিংয়ের

মেলবোর্ন: রিকি পন্টিংয়ের সময়টা ভালো যাচ্ছে না। দলের সঙ্গে ব্যক্তিগত পারফরমেন্সও খারাপ।

একর পর এক ম্যাচ হেরে কোনঠাসা অস্ট্রেলিয়া। সেজন্যই পন্টিংকে নেতৃত্ব ছেড়ে খেলায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিং।

শুক্রবার দ্য ডেইলি টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে গ্যাটিং বলেন,“পন্টিং অধিনায়কত্ব ছেড়ে দিলে চাপমুক্ত হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন। ”

১৯৮৬ থেকে ৮৭ মৌসুমের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া গ্যাটিংয়ের মতে, নিজেকে পুনরায় আবিষ্কার করা প্রয়োজন পন্টিংয়ের। এজন্য তাকে (পন্টিং) নেতার আসন থেকে সরিয়ে সেই সুযোগ তৈরি করে দেওয়া জরুরি অস্ট্রেলিয়ার।

অবশ্য এই মুহূর্তে অসি অধিনায়কের যে ফর্ম তাতে তিনি গ্যাটিংয়ের পরামর্শ গ্রহণ করতেই পারেন! ৩৩ টেস্টে রিকি পন্টিংকের শতক কেবল একটি। আর চলতি অ্যাশেজের দুই টেস্টে রান করেছেন মাত্র ৭০।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘন্টা, ডিসেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।