ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ’র মধ্যকার ওয়ানডে সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০
শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ’র মধ্যকার ওয়ানডে সিরিজ স্থগিত

কলম্বো: বিরূপ আবহাওয়ার জন্য অবশেষে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার নির্ধারিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত ঘোষণা করেছে দুই দেশের বোর্ড কর্মকর্তারা।

বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে নামতে পারেননি খেলোয়াড়রা।

এজন্য দীর্ঘ আলোচনার পর সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে দুই দেশের বোর্ডই। আর পাঁচ ম্যাচের পরিবর্তে জানুয়ারির শেষ দিকে তিন ম্যাচের সিরিজ আয়োজনের নতুন সূচিও দিয়েছেন বোর্ড কর্মকর্তরা।

এক বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড জানায়, দুই দেশের বোর্ড কর্মকর্তা ও টেলিভিশন অংশীদারদের সঙ্গে সমঝোতার পরই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী জানুযারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে বিরূপ আবহাওয়ার জন্য তিন টেস্টের সবগুলোই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।  এই ড্রয়ের ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের তিন থেকে পাঁচ নম্বরে নেমে এসেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা, ডিসেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।