ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

পাকিস্তানী দশর্কে অভিতূত কার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
পাকিস্তানী দশর্কে অভিতূত কার্ক

বার্মিংহাম: নিরাপত্তার অভাবে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় না ক্রিকেটের কোন দেশ। তাই হোম সিরিজ আয়োজনে নিরপেক্ষ ভেন্যু বেছে নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে খেলছে হোম সিরিজ। সেখানে ভালই দর্শক সমর্থন পাচ্ছে পাকিস্তান।

ইংলিশ কন্ডিশনে পাকিস্তানের সমর্থক দেখে একটু অবাকই হয়েছেন অষ্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মাইকেল কার্ক। তিনি মনে করেন সমর্থক পাওয়ার ক্ষেত্রে পাকিস্তান দলের জুড়ি নেই।

সোমবার এজবাস্টনে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি ম্যাচ হারার পর সাংবদিকদের এ কথা বলেন তিনি।

কার্ক বলেন,“এ জায়গা পাকিস্তানি সমর্থকে ভরপুর। আমি মনে করি এটা পাকিস্তানি ক্রিকেটের জন্য ইতিবাচক। ”

অসি সমর্থকদের ব্যাপারে কার্ক বলেন,“আশাকরি আজ (মঙ্গলবার) আরো কিছু অষ্ট্রেলিয়ান সমর্থক আসবে। ”

বার্মিংহামে এশিয়ান বংশো™ভূত মানুষ বেশি থাকায় সোমবার অষ্ট্রেলিয়ার বিপক্ষ ম্যাচে সমর্থকের অভাব হয়নি পাকিস্তানের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবধরণের ক্রিকেটে ১৩ ম্যাচ পরে জয় পেলো পাকিস্তান। সফরে দু’টি টি-টোয়েন্টি ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।