ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ফ্যাব্রিগাস প্রস্তুত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
ফ্যাব্রিগাস প্রস্তুত

পচেফস্ট্রম: কাঁধের চোট এখনো সারেনি। তবুও সেমিফাইনাল খেলতে প্রস্তুত সেস ফ্যাব্রিগাস।

প্রয়োজনে ব্যথানাশক ইনজেকশন নিয়ে জার্মানির বিপক্ষে বুধবার মাঠে নামতে চান স্পেনের এ মিডফিল্ডার।

সোমবার স্প্যানিশ ক্রীড়া দৈনিককে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“কোচ দেল বস্ক প্রয়োজন মনে করলে ইনজেকশন নিতেও প্রস্তুত আমি। ”

স্পেন দল থেকে জানানো হয়েছে, চোট পাওয়া দুই খেলোয়াড় অনেকটাই সেরে উঠেছেন। অন্য সবার সঙ্গে ফ্যাব্রিগাসও অনুশীলনে স্বাভাবিক ছিলেন। ”

সোমবারে অনুশীলনের শেষ সেশনে হাঁটুতে চোট পাওয়া অতিরিক্ত খেলোয়াড় রাউল অ্যালবিওলও সেরে উঠেছেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে কাঁধে চোট পান ফ্যাব্রিগাস।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘন্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।