ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ডেভিস কাপের শিরোপা সার্বিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
ডেভিস কাপের শিরোপা সার্বিয়ার

বেলগ্রেড: ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের প্রথম ডেভিস কাপের শিরোপা জিতলো সার্বিয়া। সোমবার সার্বিয়ান তারকা ভিক্টোর ত্রোচকি প্রতিযোগিতার ফাইনালে হারান ফ্রান্সের মাইকেল লোদ্রাকে।

১৯০০ সালে প্রতিযোগিতা শুরু হওয়ার পর ১৩তম দেশ হিসেবে ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া। প্রথম সেটে ভিক্টোর ত্রোচকি ৬-২ গেমে হারান মাইকেল লোদ্রাকে। পরের সেটেও জয় পান একই ব্যবধানে। শেষ সেটে ৬-৪ গেমে জেতেন লোদ্রার বিপক্ষে।

এ জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত হয় সার্বিয়ার। ১৯৯৫ সালে ডেভিস কাপে অংশ গ্রহণের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো দেশটি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘন্টা, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।